২২ বৈশাখ, ১৪৩১ - ০৫ মে, ২০২৪ - 05 May, 2024
amader protidin

চিলমারীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

আমাদের প্রতিদিন
1 week ago
17


চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

তীব্র তাপদাহে পুড়ছে কুড়িগ্রামের চিলমারী। দুর্বিষহ হয়ে উঠেছে এখানকার খেটে খাওয়া মানুষের জীবন। বিভিন্ন প্রজাতীর ফসল ও গবাদী পশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষক ও খামারী। তীব্র এই তাপদাহ থেকে রক্ষা পেতে মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে বৃহস্পতিবার সকালে বিশেষ নামাজ(সালাতুল ইসতিসকা) আদায় ও মোনাজাত করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার বালাবাড়ীহাট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ইসতিসকার নামাজে ইমামতি করেন মো. শওকত আলী মন্ডল। স্থানীয়দের আয়োজনে বিশেষ নামাজ ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক—শিক্ষার্থী, ব্যবসায়ী,আইনজীবি,সাংবাদিক ও এলাকার বিভিন্ন পেশার ধর্মপ্রাণ মুসুল্লিারা উপস্থিত ছিলেন।

নামাজ শেষে খুতবা পাঠ ও সারাদেশে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাত্রখাতা রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল আজিজ আকন্দ।

এসময় আলোচনা করেন চিলমারী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহ—অধ্যাপক মো.নুর আলম মুকুল,শিক্ষক আনিছুর রহমান প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়