২১ বৈশাখ, ১৪৩১ - ০৫ মে, ২০২৪ - 05 May, 2024
amader protidin

পীরগাছায় দাবদাহে মাঠ-ঘাট ফেটে চৌচির: ৪ স্থানে বৃষ্টির জন্য নামাজ আদায়

আমাদের প্রতিদিন
1 week ago
49


পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

গত এক মাস ধরে বৃষ্টির দেখা নেই। মাঠ-ঘাট ফেটে চৌচির। দাবদাহ সেই সাথে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। সারাদেশে হিট অ্যালার্ট জারি করেছে প্রশাসন। প্রচন্ড দাবদাহে সাধারন মানুষের পাশাপাশি প্রাণিকুলেও রয়েছে চরম হতাশায়। সেচ দিয়েও কুল পাচ্ছে না কৃষকরা। এই অবস্থায় আজ  বৃস্পতিবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার ৪টি স্থানে বৃষ্টির জন্য ইসতিকার নামাজ আদায় করেছেন মুসুল্লিরা। সকালে উপজেলার দেউতি পুরাতন মাঠ, দামুর চাকলা বাজারের দেওয়ান সালেহ আহম্মেদ দাখিল মাদ্রাসা মাঠ, সদরের পবিত্রঝাড় ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠ এবং সাতদরগাহ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসতিকার নামাজ আদায় করেন মুসুল্লিরা। প্রতিটি নামাজের দেড় থেকে ২ শতাধিক মুসুল্লি অংশ নেন।

দেউতি পুরাতন মাঠে ইমামতি করেন মেকুড়া মাদ্রাসার নাবেক অধ্যক্ষ মাওলানা আফজালুল হক তুফানী, পবিত্রঝাড় মাদ্রাসা মাঠের ইমামতি করেন উপজেলা জামায়াতের আমীর মোস্তাক আহম্মেদ, দেওয়ান সালেহ আহম্মেদ মাদ্রাসা মাঠে ইমামতি করেন মাহিগঞ্জ মসজিদের ইমাম আব্দুল রাজ্জাক।

এুসুল্লি আতাউর রহমান বলেন, সব আল্লাহর লীলা খেলা, তিনি চাইলে সব হবে। একমাত্র আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আমরা আল্লাহর নিকট চাইলাম। তিনিই তার বান্দাদের রহমতের বৃষ্টি প্রদান করবেন।

কৃষক আব্দুস সামাদ বলেন, অনেক দিন ধরে বৃষ্টির দেখা নেই। মাঠ-ঘাট ফেটে গেছে। জমিতে সকালে পানি দিলে বিকেলে থাকছে না। বৃষ্টি না হওয়ার কারণে প্রকৃতি উত্তপ্ত হয়ে উঠছে। স্বাভাবিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে। কৃষি ক্ষেত্রে বিপর্যয় নেমে এসেছে। এজন্য আল্লাহর রহমতের বৃষ্টি প্রার্থনা করেন তিনি।

এদিকে নামাজ শেষে বৃষ্টির আশায় করা হয় বিশেষ মোনাজাত। কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দাবদাহ থেকে মুক্তি চান মুসল্লিরা। একইসাথে, বৃষ্টির মাধ্যমে সারাদেশে শীতলতা ছড়িয়ে দিতে দোয়া করা হয় ।

উল্লেখ্য, রংপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসে এক ফোঁটাও বৃষ্টি হয়নি রংপুর অঞ্চলে। শুধু মার্চ মাসে ৯৮ দশমিক ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এপ্রিল মাসেও দেখা মিলছে না বৃষ্টির।

সর্বশেষ

জনপ্রিয়