২৩ বৈশাখ, ১৪৩১ - ০৬ মে, ২০২৪ - 06 May, 2024
amader protidin

রংপুরে পথচারীদের মাঝে সুপেয় পানি ও মাথার ক্যাপ বিতরণ করলেন নাইন্টি সেভেন বাংলাদেশ এর বন্ধুরা

আমাদের প্রতিদিন
1 week ago
100


নিজস্ব প্রতিবেদক:

বৈশাখের অসহ্য গরমে প্রকৃতিতে যেন গ্রীষ্মের তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। তাপদাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সব মিলিয়ে প্রচণ্ড তাপদাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এই তীব্র গরমে সাধারণ জনগণ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষদের একটু স্বস্তি দিতে সুপেয় পানি ও মাথার ক্যাপ বিতরণ করেছেন এসএসসি ৯৭ ব্যাচের বন্ধুদের সমন্বয়ে গঠিত সেচ্ছাসেবী সংগঠন নাইন্টি সেভেন বাংলাদেশ এর বন্ধুরা।

গতকাল  শুক্রবার (২৬ এপ্রিল) সকালে এসএসসি ৯৭ ব্যাচের বন্ধুদের সমন্বয়ে গঠিত সেচ্ছাসেবী সংগঠন নাইন্টি সেভেন বাংলাদেশ এর বন্ধুদের উদ্যোগে সিটি বাজার এলাকায় শতাধীক পথচারীর মাঝে মাথার ক্যাপ ও সুপেয় পানি বিতরণ করা হয়। 

মাথার ক্যাপ ও সুপেয় পানি বিতরণ করা সময় উপস্থিত ছিলেন ডা. এ এস এম শাফিউজ্জামান শাফি, ইসমাইল হুসাইন প্রিন্স, রেজাউল আলম রেজা, আরমান সাগর, রশিদ জুয়েল, নুরে এলাহী সুজন, শহীদ, শহীদুল আলম রতন, হারুন অর রশিদ, রফিকুল ইসলাম, রনি রহমান, সফিকুল সফি, ডালিম চৌধুরী, আতিক অভি লিটন, অপু, ডা. ফয়সল আলম অভি, মনিরুজ্জামান, হাজী শফি, মানিক, রাজিব আরমান, আল আমিন , মাহাবুবার রহমান শিপনসহ অন্যান্য বন্ধুরা।

সর্বশেষ

জনপ্রিয়