২৬ বৈশাখ, ১৪৩১ - ০৯ মে, ২০২৪ - 09 May, 2024
amader protidin

কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের অভিযোগে তিন বিএনপি নেতাকে বহিষ্কার

আমাদের প্রতিদিন
1 week ago
14


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার অভিযোগে বিএনপি থেকে তিনজনকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বহিষ্কারের বিষয়টি পত্রের মাধ্যমে নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৬/০৪/২৪) স্বাক্ষরিত পত্রে যুগ্ম মহাসচিব উল্লেখ করেছেন,দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় বিএনপির গঠনতন্ত্র মোতাবেক তাদেরকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে । বহিস্কৃতরা হলেন -হলেন রৌমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী। তিনি আবারো উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  রৌমারী উপজেলা মহিলা দলের সহ-সভাপতি তাজমিন নাহার শাপলা।  তিনি উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনে  চেয়ারম্যান প্রার্থী।  এবং রৌমারী উপজেলা বিএনপির সদস্য সেকেন্দার আলী চাঙ্গা। তিনি চলতি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী।

শনিবার (২৭/০৪/২৪) এ বহিষ্কার আদেশ কুড়িগ্রাম পৌঁছে বলে নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

সর্বশেষ

জনপ্রিয়