১৪ চৈত্র, ১৪৩০ - ২৯ মার্চ, ২০২৪ - 29 March, 2024
amader protidin

লন্ডনে শালার বিয়ের বিরোধে দেশে দুলা ভাইকে হুমকি: সিলেট পুলিশ কমিশনার বরাবরে অভিযোগ

আমাদের প্রতিদিন
1 year ago
278


 

সিলেট প্রতিবেদক:

লন্ডনে শালার বিয়ের বিরোধে দেশে দুলা ভাইকে হুমকির অভিযোগ উঠেছে। দুলা ভাই লায়েক আহমদ প্রতারণা ও ভয়ভীতি-হুমকির অভিযোগ এনে মধুশহীদ এলাকার বাসিন্দা মল্লিক চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করেছেন ১৮ ডিসেম্বর ২০২২ এসএমপির পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বরাবরে।

আইনি ভাবে সহযোগীতা চেয়ে প্রতারণা ও নিজের আত্মরক্ষার্থে অভিযোগ করেন, দক্ষিণ সুরমা উপজেলার লায়েক আহমদ,পিতা-হাজী আব্দুল মোতালিব,সাং-সিলাম (ঢালিপাড়া),থানা- মোগলাবাজার, জেলা-সিলেট। তিনি তার লিখিত অভিযোগে উল্লেখ করেন,বিগত ২১ ডিসেম্বর ২০১৯ ইংরেজি তারিখে উল্লেখিত মল্লিক চৌধুরীর ছেলে আলমগীর আহমদের মেয়ে রামিশা বেগম (২২) সাথে লায়েক আহমদের শালা,লন্ডন প্রবাসী ইমরান আহমদ সুবন (২৭) এর সঙ্গে বিবাহ হয়। বিবাহের পর থেকে স্বামী- স্ত্রীর মধ্যে প্রায়ই মলমালিন্য হতে তাকে, চলতি বছরের ২৬ জুন ২২ ইংরেজি অভিযোক্ত মল্লিক চৌধুরী লন্ডন অবস্থান করে নাতানী রামিশা বেগমকে শাসন উপযোক্ত বিচার  করে দিবেন বলে ইমরান আহমদ সুবন কাছ থেকে তাকে নিয়ে আসেন। সুবনের সূত্র মতে, তিনি তার স্ত্রীকে ২৬ জুন ২০২২ ইংরেজি অনেক অর্থ খরচ করে লন্ডনে নেন এবং রামিশা বেগম সেখানে গিয়ে মাত্র ১০ দিন স্বামী-স্ত্রী হিসেবে তার সাথে সংসার করেছেন বলে অভিযোগ করেন। এতে তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন দাদা নাতনীকে নিয়ে পরিবারের পূর্ব পরিকল্পনা অনুযায়ী রহস্য জনক ভাবে ৫ জুলাই ২০২২ ইং লন্ডনের বাসা থেকে বাহির করে নিয়ে যান।

বিষয়টি বাংলাদেশে সুবন এর পরিবারের মধ্যে জানা জানি হলে সূত্রে জানা যায়, অভিযোক্ত মল্লিক চৌধুরী নাতনীকে লন্ডনের অন্য কোথাও রেখে তিনি দেশে অবস্থান করেছেন। এতে শালার পক্ষে দুলা ভাই লায়েক আহমদ ১৯ নভেম্বর ২২ ইংরেজি মল্লিক চৌধুরীর বাসায় গিয়ে বিষয়টি জানার চেষ্টা করেলে ওই সময় মল্লিক চৌধুরী নাকি তাকে হুমকি-ধামকি সহ ভয়ভীতি প্রদান করেন বলে জানান। তারপর তিনি বিষয়টি স্থানীয় কাউন্সিলর সহ মুরব্বিয়ানদের বারবার অবগত করে মীমাংসার চেষ্টা করেন। কিন্তু মল্লিক চৌধুরী কারো কথা না শুনে লায়েক আহমদকে মোবাইল ফোনে দেখে নিবেন হুমকি প্রদান করেন। মল্লিক চৌধুরী কারো কথা গণ্য না করায় এবং পারিবারিক বিষয়টি কোন রূপ সমাধান না করিয়ায় লায়েক আহমদ জানান, তার শালা অর্থনৈতিকও সামাজিক ভাবে ক্ষতি সাধন হয়েছেন। তার প্রতিকার চেয়ে তিনি  লিখিত অভিযোগ করেন প্রশাসনের নিকট।  

শালার বিয়ের বিরোধে দেশে দুলা ভাইকে হুমকি: সিলেট পুলিশ কমিশনার বরাবরে অভিযোগ

সিলেট প্রতিবেদক:

লন্ডনে শালার বিয়ের বিরোধে দেশে দুলা ভাইকে হুমকির অভিযোগ উঠেছে। দুলা ভাই লায়েক আহমদ প্রতারণা ও ভয়ভীতি-হুমকির অভিযোগ এনে মধুশহীদ এলাকার বাসিন্দা মল্লিক চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করেছেন ১৮ ডিসেম্বর ২০২২ এসএমপির পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বরাবরে।

আইনি ভাবে সহযোগীতা চেয়ে প্রতারণা ও নিজের আত্মরক্ষার্থে অভিযোগ করেন, দক্ষিণ সুরমা উপজেলার লায়েক আহমদ,পিতা-হাজী আব্দুল মোতালিব,সাং-সিলাম (ঢালিপাড়া),থানা- মোগলাবাজার, জেলা-সিলেট। তিনি তার লিখিত অভিযোগে উল্লেখ করেন,বিগত ২১ ডিসেম্বর ২০১৯ ইংরেজি তারিখে উল্লেখিত মল্লিক চৌধুরীর ছেলে আলমগীর আহমদের মেয়ে রামিশা বেগম (২২) সাথে লায়েক আহমদের শালা,লন্ডন প্রবাসী ইমরান আহমদ সুবন (২৭) এর সঙ্গে বিবাহ হয়। বিবাহের পর থেকে স্বামী- স্ত্রীর মধ্যে প্রায়ই মলমালিন্য হতে তাকে, চলতি বছরের ২৬ জুন ২২ ইংরেজি অভিযোক্ত মল্লিক চৌধুরী লন্ডন অবস্থান করে নাতানী রামিশা বেগমকে শাসন উপযোক্ত বিচার  করে দিবেন বলে ইমরান আহমদ সুবন কাছ থেকে তাকে নিয়ে আসেন। সুবনের সূত্র মতে, তিনি তার স্ত্রীকে ২৬ জুন ২০২২ ইংরেজি অনেক অর্থ খরচ করে লন্ডনে নেন এবং রামিশা বেগম সেখানে গিয়ে মাত্র ১০ দিন স্বামী-স্ত্রী হিসেবে তার সাথে সংসার করেছেন বলে অভিযোগ করেন। এতে তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন দাদা নাতনীকে নিয়ে পরিবারের পূর্ব পরিকল্পনা অনুযায়ী রহস্য জনক ভাবে ৫ জুলাই ২০২২ ইং লন্ডনের বাসা থেকে বাহির করে নিয়ে যান।

বিষয়টি বাংলাদেশে সুবন এর পরিবারের মধ্যে জানা জানি হলে সূত্রে জানা যায়, অভিযোক্ত মল্লিক চৌধুরী নাতনীকে লন্ডনের অন্য কোথাও রেখে তিনি দেশে অবস্থান করেছেন। এতে শালার পক্ষে দুলা ভাই লায়েক আহমদ ১৯ নভেম্বর ২২ ইংরেজি মল্লিক চৌধুরীর বাসায় গিয়ে বিষয়টি জানার চেষ্টা করেলে ওই সময় মল্লিক চৌধুরী নাকি তাকে হুমকি-ধামকি সহ ভয়ভীতি প্রদান করেন বলে জানান। তারপর তিনি বিষয়টি স্থানীয় কাউন্সিলর সহ মুরব্বিয়ানদের বারবার অবগত করে মীমাংসার চেষ্টা করেন। কিন্তু মল্লিক চৌধুরী কারো কথা না শুনে লায়েক আহমদকে মোবাইল ফোনে দেখে নিবেন হুমকি প্রদান করেন। মল্লিক চৌধুরী কারো কথা গণ্য না করায় এবং পারিবারিক বিষয়টি কোন রূপ সমাধান না করিয়ায় লায়েক আহমদ জানান, তার শালা অর্থনৈতিকও সামাজিক ভাবে ক্ষতি সাধন হয়েছেন। তার প্রতিকার চেয়ে তিনি  লিখিত অভিযোগ করেন প্রশাসনের নিকট।  

শালার বিয়ের বিরোধে দেশে দুলা ভাইকে হুমকি: সিলেট পুলিশ কমিশনার বরাবরে অভিযোগ

সিলেট প্রতিবেদক:

লন্ডনে শালার বিয়ের বিরোধে দেশে দুলা ভাইকে হুমকির অভিযোগ উঠেছে। দুলা ভাই লায়েক আহমদ প্রতারণা ও ভয়ভীতি-হুমকির অভিযোগ এনে মধুশহীদ এলাকার বাসিন্দা মল্লিক চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করেছেন ১৮ ডিসেম্বর ২০২২ এসএমপির পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বরাবরে।

আইনি ভাবে সহযোগীতা চেয়ে প্রতারণা ও নিজের আত্মরক্ষার্থে অভিযোগ করেন, দক্ষিণ সুরমা উপজেলার লায়েক আহমদ,পিতা-হাজী আব্দুল মোতালিব,সাং-সিলাম (ঢালিপাড়া),থানা- মোগলাবাজার, জেলা-সিলেট। তিনি তার লিখিত অভিযোগে উল্লেখ করেন,বিগত ২১ ডিসেম্বর ২০১৯ ইংরেজি তারিখে উল্লেখিত মল্লিক চৌধুরীর ছেলে আলমগীর আহমদের মেয়ে রামিশা বেগম (২২) সাথে লায়েক আহমদের শালা,লন্ডন প্রবাসী ইমরান আহমদ সুবন (২৭) এর সঙ্গে বিবাহ হয়। বিবাহের পর থেকে স্বামী- স্ত্রীর মধ্যে প্রায়ই মলমালিন্য হতে তাকে, চলতি বছরের ২৬ জুন ২২ ইংরেজি অভিযোক্ত মল্লিক চৌধুরী লন্ডন অবস্থান করে নাতানী রামিশা বেগমকে শাসন উপযোক্ত বিচার  করে দিবেন বলে ইমরান আহমদ সুবন কাছ থেকে তাকে নিয়ে আসেন। সুবনের সূত্র মতে, তিনি তার স্ত্রীকে ২৬ জুন ২০২২ ইংরেজি অনেক অর্থ খরচ করে লন্ডনে নেন এবং রামিশা বেগম সেখানে গিয়ে মাত্র ১০ দিন স্বামী-স্ত্রী হিসেবে তার সাথে সংসার করেছেন বলে অভিযোগ করেন। এতে তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন দাদা নাতনীকে নিয়ে পরিবারের পূর্ব পরিকল্পনা অনুযায়ী রহস্য জনক ভাবে ৫ জুলাই ২০২২ ইং লন্ডনের বাসা থেকে বাহির করে নিয়ে যান।

বিষয়টি বাংলাদেশে সুবন এর পরিবারের মধ্যে জানা জানি হলে সূত্রে জানা যায়, অভিযোক্ত মল্লিক চৌধুরী নাতনীকে লন্ডনের অন্য কোথাও রেখে তিনি দেশে অবস্থান করেছেন। এতে শালার পক্ষে দুলা ভাই লায়েক আহমদ ১৯ নভেম্বর ২২ ইংরেজি মল্লিক চৌধুরীর বাসায় গিয়ে বিষয়টি জানার চেষ্টা করেলে ওই সময় মল্লিক চৌধুরী নাকি তাকে হুমকি-ধামকি সহ ভয়ভীতি প্রদান করেন বলে জানান। তারপর তিনি বিষয়টি স্থানীয় কাউন্সিলর সহ মুরব্বিয়ানদের বারবার অবগত করে মীমাংসার চেষ্টা করেন। কিন্তু মল্লিক চৌধুরী কারো কথা না শুনে লায়েক আহমদকে মোবাইল ফোনে দেখে নিবেন হুমকি প্রদান করেন। মল্লিক চৌধুরী কারো কথা গণ্য না করায় এবং পারিবারিক বিষয়টি কোন রূপ সমাধান না করিয়ায় লায়েক আহমদ জানান, তার শালা অর্থনৈতিকও সামাজিক ভাবে ক্ষতি সাধন হয়েছেন। তার প্রতিকার চেয়ে তিনি  লিখিত অভিযোগ করেন প্রশাসনের নিকট।  

সর্বশেষ

জনপ্রিয়