১৫ চৈত্র, ১৪৩০ - ২৯ মার্চ, ২০২৪ - 29 March, 2024
amader protidin

ডিএসইর অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড উদ্বোধন

আমাদের প্রতিদিন
1 year ago
1K


 

ঢাকা অফিস:

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চালু হয়েছে বহুল প্রত্যাশিত অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি)। এর ফলে ডিএসইর প্ল্যাটফর্মে যুক্ত হলো নতুন প্রোডাক্ট, যা দেশের পুঁজিবাজারের ইতিহাসে নতুন মাইলফলক।

বুধবার (৪ জানুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটে ঘণ্টা বাজিয়ে প্রধান অতিথি হিসেবে এটিবির লেনদেন উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ, ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুকসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা।

উদ্বোধনী দিনে এটিবিতে তালিকাভুক্ত হয় ইকুইটি সিকিউরিটিজ হিসেবে লংকাবাংলা সিকিউরিটিজ এবং ডেবট সিকিউরিটিজ হিসেবে প্রাণ এগ্রোর বন্ড।

এটিবিতে লেনদেন শুরুর আগে ডিএসইর সঙ্গে তালিকাভুক্তির চুক্তি করে লংকাবাংলা সিকিউরিটিজ এবং প্রাণ এগ্রোর বন্ড।

প্রসঙ্গত, ব্যবসায় মূলধন প্রাপ্তি ও শেয়ারের মালিকানা পরিবর্তন সহজ করতে ডিএসই চালু করছে এটিবি। ব্যবস্থাটি চালু হলে পুঁজিবাজারের বাইরে থাকা যেকোনো কোম্পানি এটিবিতে সরাসরি তালিকাভুক্ত হয়ে শেয়ার লেনদেন করতে পারবে। এর মাধ্যমে অতালিকাভুক্ত ও তালিকাচ্যুত সিকিউরিটিজসহ করপোরেট বন্ড, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, বেমেয়াদি মিউচুয়াল ফান্ড এটিবিতে তালিকাভুক্ত হতে পারবে। মূলত এখানে তালিকাভুক্তির মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে শেয়ার ও ইউনিট লেনদেন করার সুযোগ পাওয়া যাবে। এ প্ল্যাটফর্মে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীরা লেনদেন করতে পারবেন।

এটিবিতে লেনদেনের ক্ষেত্রে কোম্পানিগুলোর কোনো ন্যূনতম মূলধনি সীমা বেঁধে দেয়া হয়নি। যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে (আরজেএসসি) নিবন্ধিত যেকোনো অতালিকাভুক্ত কোম্পানি এ প্ল্যাটফর্মে শেয়ার লেনদেনের সুযোগ পাবে। তবে এ প্ল্যাটফর্মের মাধ্যমে মূলধন বাড়ানোর সুযোগ থাকবে না। এখানে লেনদেনের ক্ষেত্রে টি+২ নিষ্পত্তি হবে। বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনার ক্ষেত্রে ঋণ সুবিধাও পাওয়া যাবে। এ প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হলে কোম্পানিগুলোকে বছরে একবার মূল্যসংবেদনশীল তথ্য প্রকাশ করতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়