৭ বৈশাখ, ১৪৩১ - ২০ এপ্রিল, ২০২৪ - 20 April, 2024
amader protidin

বীরগঞ্জে দিনব্যাপী জনসচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 year ago
135


 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে দিনব্যাপী ইনজুরি প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা ও জনসচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি -২০২৩) সকাল ১০টায় সিভিল সার্জন দিনাজপুর অফিসের বাস্তবায়নে ও লাইফস্টাইল, হেলাথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই  কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন এর সভাপতিত্বে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পানিতে ডুবে যাওয়া প্রতিরোধ, আগুনে পুড়ে যাওয়া ও কেটে যাওয়া বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য শিক্ষা হেলথ ডিভিশন অফিসার মোঃ সাইফুল ইসলাম, বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.নিলয় দাস। এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ফরিদ বিন ইসলাম, এস আই টি সামিউল ইসলামসহ শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, ইমাম,পুরোহিত, এনজিও কর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়