৮ আশ্বিন, ১৪৩০ - ২৩ সেপ্টেম্বর, ২০২৩ - 23 September, 2023
amader protidin

পীরগঞ্জে বোরো বীজতলা পরিচর্যা ও আলুর নাবি ধসা রোগ দমনে উঠান বৈঠক

আমাদের প্রতিদিন
8 months ago
109


 

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

শৈত্য প্রবাহে বোরো বীজতলা পরিচর্যা এবং আলু খেতের নাবি ধসা রোগ দমনে করনীয় বিষয়ে উঠান বৈঠক হয়েছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে। রবিবার দুপুরে পৌর শহরের মিত্রবার্টীতে এ বৈঠক হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল ইসলাম, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লায়লা আঞ্জুমান আরা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোশারফ হোসেন সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মাঠ পরিদর্শন করেন কৃষক সহ কর্মকর্তাবৃন্দ। এ সময় কৃষি বিভাগের পক্ষ থেকে শেত্য প্রবাহে বোরো বীজতলা পরিচর্যা এবং আলু খেতের নাবি ধসা রোগ দমনে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, শৈত্য প্রবাহ তথা কুয়াশার সময় বোরো বীজতলা পরিচর্যা এবং আলু খেতের নাবি ধসা রোগ দমনে উপজেলা কৃষি দপ্তরে কর্মরত কর্মকর্তা সহ ২২ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে কৃষকদের নানা ভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন। এরই মধ্যে পৌরসভা সহ উপজেলায় মাঠ পর্যায়ের কৃষকদের নিয়ে প্রায় দুই’শ টি দলীয় এবং উঠান বৈঠক করা হয়েছে। প্রতিরোধ মুলক ব্যবস্থা ও করনীয় বিষয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে কৃষকরা উপকৃত হচ্ছেন এবং এর সুফলও পাওয়া যাচ্ছে।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়