৬ বৈশাখ, ১৪৩১ - ১৯ এপ্রিল, ২০২৪ - 19 April, 2024
amader protidin

ঘন কুয়াশা ও কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত তিস্তা পাড়ের জনজীবন

আমাদের প্রতিদিন
1 year ago
228


 

নির্মল রায়,গঙ্গাচড়া (রংপুর):

তিস্তা নদী ঘেঁষা রংপুরের গঙ্গাচড়া  উপজেলায় শীতের তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঘন কুয়াশা আর হাড়কাঁপানো শীতে জনজীবন হয়ে পড়েছে দুর্বিষহ। দুর্ভোগে পড়েছে খেটেখাওয়া নিম্ন আয়ের লোকজন। সব চেয়ে বেশি বিপদে পড়েছে শিশু ও বৃদ্ধরা। আজ বুধবার  (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ঘণকুয়াশার চাদরে ঢাকা ছিলো চারিপাশ। ঘনকুয়াশার কারনে রাস্তা গুলি ছিলো ফাঁকা। দুই একটা যানবাহন চললেও ধীর গতিতে হেডলাইট চালিয়ে চলাচল করতে দেখা গেছে। তীব্র শীতের কারনে উপজেলার বিভিন্ন এলাকায় শীত নিবারনের জন্য অনেক কে আগুন জ্বালাতে দেখা দেছে। গত কয়েকদিন যাবত এই উপজেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ সঙ্গে হিম বাতাস। দুপুরের দিকে সুর্যের দেখা মিললেও কমছেনা শীতের তীব্রতা। তীব্র শীতের কারনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। এদিকে ২ লাখ ৭১ হাজার জনগোষ্ঠী অধ্যুষিত এ উপজেলার ৯টি ইউনিয়নে এ পর্যন্ত সরকারিভাবে ৪ হাজার ৪শত ১০টি কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক । যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।

সরকারিভাবে দ্রুত আরো শীতবস্ত্র বরাদ্দ পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আসিফ ফেরদৌস জানান, শীতজনিত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে।

সর্বশেষ

জনপ্রিয়