৮ আশ্বিন, ১৪৩০ - ২৩ সেপ্টেম্বর, ২০২৩ - 23 September, 2023
amader protidin

ইজতেমায় ওজুর পানি ফ্রি, পলিথিনের জায়নামাজ ১০ টাকা

আমাদের প্রতিদিন
8 months ago
194


ঢাকা অফিস:

বিশ্ব ইজতেমায় জুমার নামাজ আদায়ের জন্য জমায়েত হয়েছেন লাখ লাখ মুসল্লি। জুমা নামাজের বাকি আছে আর কিছু সময়। নামাজের প্রস্তুতি হিসেবে পলিথিনের তৈরি জায়নামাজ সংগ্রহ করছেন তারা। আর শেষ মুহূর্তে সারছেন ওজুর কাজ। অজুর পানি ফ্রিতে পেলেও পলিথিনের জায়নামাজ ১০ টাকায় সংগ্রহ করতে হচ্ছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় এমন চিত্র দেখা গেছে ঢাকা-আশুলিয়া মহাসড়কে। নামাজের জন্য ওজুর পানি দিচ্ছে চীনের একটি প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানটির নাম প্রকাশ করতে ইনিচ্ছুক সেখানের কর্মী শাওন। তিনি ঢাকা পোস্টকে বলেন, ম্যানেজার স্যার আমাদের নির্দেশ দিয়েছেন অজুর পানি সরবরাহ করতে। আমরা তাই করছি। অন্যদিকে জায়নামাজের জন্য পলিথিন ও কাগজ বিক্রি হচ্ছে ১০ টাকা করে। নিরুপায় হয়ে কিনছেনও দূর থেকে আশা মুসুল্লিরা।ইজতেমা ময়দানে জুমার নামাজে শরিক হতে আসা শরিফ বলেন,  এসব কাগজ ও পলিথিন আমরা ফেলে দেই। আর এখানে এসে ১০ টাকায় কিনতে হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়