১৪ চৈত্র, ১৪৩০ - ২৯ মার্চ, ২০২৪ - 29 March, 2024
amader protidin

রংপুরে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৩ ইং এর মিশন সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 year ago
488


খবর বিজ্ঞপ্তির:

রংপুর মহানগরীর সুমি কমিউনিটি সেন্টারে আটরশী বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবারে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৩ ইং এর মিশন সভা অনুষ্ঠিত হয়। খানকায়ে মোজাদ্দেদীয়া কর্মী গ্রুপ রংপুর জেলার কর্মী প্রধান মোঃ শামীম মিয়ার সভাপতিত্বে এবং কর্মী গ্রুপ যুব রংপুর বিভাগের কর্মী প্রধান প্রভাষক মোঃ আব্দুর রহমানের পরিচালনায় মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন আবু আজগর আহন্মদ পিন্টু,কর্মী প্রধান কর্মী গ্রুপ রংপুর বিভাগ মিশন সদস্য,মোঃ শাহ্ আলম,আঃ বারেক ও শাহীন মুন্না।

নেতৃবৃন্দ আলোচনায় বলেন-বিশ্ব জাকের মঞ্জিল আটরশী পাক দরবার শরীফে বিশ্ব ওলি হযরত শাহ্ সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ আগামী ১৮,১৯,২০ও ২১শে ফেব্রুয়ারি ২০২৩ ইং প্রতি বছরের ন্যায় এবারো যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে অনুষ্ঠিত হবে। ১৭ ইং ফেব্রুয়ারি জুমার নামাযের পর খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের মহা পবিত্র রওজা শরীফ জিয়ারতের মধ্য দিয়ে বিশ্ব উরস শরীফের আনুষ্ঠানিকতা শুরু হবে। শনি,রবি,সোম ও মঙ্গলবার উরস শরীফ চলবে। চারদিন ব্যাপি বিশ্ব উরস শরীফ উপলক্ষ্যে দেশ বিদেশের লাখ লাখ শান্তিকামী মানবতার মিলন মেলা বসবে বিশ্ব জাকের মঞ্জিলে। উরস শরীফ চলাকালে ওয়াক্তিয়া নামাযের সাথে নফল ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত,মোরাকাবা-মোশাহেদা,জিকির-আসকার, মিলাদ-মাহফিল, বিশেষ মুনাজাত ছাড়াও রাসূলে পাক (সাঃ) ও আউলিয়াগনের আর্দশের উপর ওয়াজ অনুষ্ঠিত হবে। ২১শে ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বিশ্ব ওলি খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের মহা পবিত্র রওজা শরীফ জিয়ারত শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চার দিনের উরস শরীফ সমাপ্ত হবে। উক্ত উরস শরীফে জাকেরান, আশেকান ও ভক্ত বৃন্দের উপস্থিত হওয়ার জন্য আহবান জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়