৬ বৈশাখ, ১৪৩১ - ২০ এপ্রিল, ২০২৪ - 20 April, 2024
amader protidin

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে বামজোটের বিক্ষোভ সমাবেশ

আমাদের প্রতিদিন
1 year ago
187


নিজস্ব প্রতিবেদক:

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলা শাখার উদ্যোগে রংপুর প্রেসক্লাব চত্তরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। জোটের জেলা সমন্বয়ক এবং বাসদ(মার্কসবাদী),রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলার আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস, সিপিবি রংপুর জেলা সংসদের নেতা নীরব সরকার,বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু প্রমূখ। নেতৃবৃন্দ বলেন চাল-ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধির কারণে মানুষ ভীষণ কষ্টে আছে।তার উপর বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে সকল জিনিসের দাম আর এক দফা বৃদ্ধি পাবে।ফলে মানুষের কষ্টের আর সীমা-পরিসীমা থাকবে না।সরকার এবং সরকারের ছত্রছাঁয়ায় যে লুটপাট হচ্ছে সেই ঘাটতি পূরণ করার জন্য বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের কাছ থেকে তা আদায়ের ব্যবস্থা করেছে সরকার।এই ভোটারবিহীন অবৈধ সরকারের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই। পুঁজিপতিদের স্বার্থ রক্ষাই তাদের একমাত্র কাজ। তাই বাঁচার জন্য এই ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতাচ্যুত করতে সর্বস্তরের জনগণকে লড়াইয়ে নামতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়