১২ বৈশাখ, ১৪৩১ - ২৫ এপ্রিল, ২০২৪ - 25 April, 2024
amader protidin

রংপুর সিটির ২৬ নম্বর ওয়ার্ডে পুনঃ নির্বাচনে শাহাজাদা কাউন্সিলর নির্বাচিত

আমাদের প্রতিদিন
1 year ago
352


নিজস্ব প্রতিবেদক:

রংপুর সিটি করপোরেশনের (রসিক) ২৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে পুনরায় ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার ভোটে এবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো. শাহাজাদা আরমান। তিনি রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজ রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় আঞ্চলিক নির্বাচন অফিস থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

ঘোষিত ফলাফলে ঠেলাগাড়ি প্রতীকে শাহাজাদা আরমান পেয়েছেন ৪ হাজার ২০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু ঘুড়ি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৬৪ ভোট।

এরআগে আজ রোববার সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৬ নম্বর ওয়ার্ডের ৭টি কেন্দ্রের ৪৪টি বুথে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ ওয়ার্ডে মোট ভোটার ১৩ হাজার ৬১৬ জন। এরমধ্যে ভোট পড়েছে ৫৪ দশমিক ৮৮ শতাংশ।

রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে মো. শাহাজাদা আরমান ও সাইফুল ইসলাম ফুলু ৩ হাজার ১৯৭ ভোট পেয়েছেন। এছাড়া আরেক প্রার্থী এম. এ রাজ্জাক মণ্ডল পেয়েছিলেন এক হাজার ৮৯২ ভোট। তিনি আরও বলেন, সাধারণ কাউন্সিলর পদে তিনজন প্রার্থীর মধ্যে ২ জন সমান ভোট পাওয়ায় ওই ওয়ার্ডে রোববার পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সাতটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে মো. শাহাজাদা আরমানকে কাউন্সিলর নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়