২৩ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৭ ডিসেম্বর, ২০২৩ - 07 December, 2023
amader protidin

গঙ্গাচড়ায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
10 months ago
61


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

বিএনপির ১০ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবি ও তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে রংপুরের গঙ্গাচড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে থানা পুলিশ বাঁধা দিলে সেখানেই বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বিদ্যুতের অস্বাভাবিক মূল্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অভিলম্বে কমানো, বিএনপির ১০ দফা বাস্তবায়ন করা, হত্যা, গুম, খুন বন্ধ করা, বেগম জিয়াসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা বানোয়াট মামলাসমূহ প্রত্যাহার করে বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি ও তত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহবান জানান বিএনপি নেতারা। এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ওয়াহেদুজ্জামান মাবু, সাধারন সম্পাদক আখেরুজ্জামান মিলন, সহ-সম্পাদক চাঁদ সরকার, আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক নাজিমুদ্দিন প্রামানিক লিজু, দপ্তর সম্পাদক মমিনুর ইসলাম বাবু, ছাত্রদলের আহবায়ক আক্তারুজ্জামান তিতাস, যুব দলের সদস্য সচিব শাহিন আলম সোনা, কৃষক দলের আহবায়ক এমদাদুল গনি লিটন, মৎস্যজীবী দলের আহবায়ক জামান মোহাম্মদ কাচু, সেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান রঞ্জু, সদস্য সচিব বুলবুল আহমেদ, তাঁতীদলের আহবায়ক আলী হোসেন প্রমুখ। সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়