১২ বৈশাখ, ১৪৩১ - ২৬ এপ্রিল, ২০২৪ - 26 April, 2024
amader protidin

সংঘর্ষে নিহত ছোট ভাইয়ের সংবাদে বড় ভাইয়ের মৃত্যু আটক ২

আমাদের প্রতিদিন
1 year ago
54


পার্বতীপুরে জমি নিয়ে বিরোধ

মুসলিমুর রহমান, পার্বতীপুর (দিনাজপুরে) প্রতিনিধিঃ

পার্বতীপুরে প্রতিপক্ষের হামলায় ছোট ভাই নিহতের সংবাদে বড় ভাই সোহাগ আলীও (৪০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মরদেহ আজ মঙ্গলবার গ্রামের বাড়ি নামাপাড়ায় দাফন করা হয়েছে। পারিবারিক সুত্রে বলা হয়েছে, ১৪ জানুয়ারী জমি-জমা বিরোধ সংঘর্ষে সোহাগের ছোট ভাই শাহজাহান নিহত হয়। সেই সংবাদ শুনে বড় ভাই অসুস্থ হলে সেদিনই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই বড় ভাই প্রাণ হারাল বলে পরিবারের অভিমত। এই ঘটনায় পুলিশ প্রতিপক্ষের মোঃ কিবরিয়া (৪৮) ও স্ত্রী আঞ্জুয়ারা বেগমকে গ্রেফতার করে দিনাজপুর জেল হাজতে পাঠিয়েছে। পরিবারটিতে চলছে শোকের মাতম। পিতা-মাতা নির্বাক হয়ে গেছে দু ছেলেকে হারিয়ে। মেজ ছেলে শাহআলম মাথায় মারাতœক জখম নিয়ে অজ্ঞান অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। উল্লেখ্য, পার্বতীপুর শহরে পৌরসভাধীন নামাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন মামাতো ও ফুপাতো ভাইদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় শাহজাহান (২৪) নামে এক যুবক নিহত হয়। আহত হয় শাহ আলম (২৪) মেহরাব (২৫) ও মশিউর (২৩) নামে ৩ জন। ওই সংঘর্ষের ঘটনাটি ঘটে শনিবার (১৪জানুয়ারি)  সকাল সাড়ে ৯ টার দিকে। মডেল থানার ওসি আবুল হাসনাত খান জমি সংক্রান্তের বিরোধে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত আব্দুল হামিদ কাল্টুর ছেলে শাহ জাহান এর সাথে একই গ্রামের কিবরিয়ার (৪৮) জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো দীর্ঘদিন ধরে। ঘটনার সময় সকালে কিবরিয়া ও তার লোকজন মৃত মায়ের সম্পত্তির দাবী নিয়ে বিরোধপুর্ন জমিতে গাছ লাগাতে গেলে মামাতো ভাই শাহজাহান তার চাচাতো ভাইদের নিয়ে বাধা দিতে এগিয়ে যায় এবং দুপক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়