১৫ অগ্রহায়ণ, ১৪৩০ - ৩০ নভেম্বর, ২০২৩ - 30 November, 2023
amader protidin

ভূরুঙ্গামারীতে অটো-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

আমাদের প্রতিদিন
10 months ago
146


ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটো-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার শিলখুড়ি ইউনিয়নের পাগলারহাট বাজারের জামতলা মোড় নামক স্থানে  এই দূর্ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম সেলিম (২৪)। সে শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের বেলাল হোসেন এর পুত্র।

মঙ্গলবার সন্ধ্যার সময় মটর সাইকেল যোগে ভূরুঙ্গামারী থেকে বাড়ি যাওয়ার পথে পাগলারহাট বাজারের জামতলা মোড় নামক স্থানে পৌছলে অটোর সঙ্গে সংঘর্ষ হলে গাছের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ভরুঙ্গামারী হাপাতালে আনলে দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  এ ব্যাপারে উপজেলা স্বাস্থ ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিলো। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়