১৫ চৈত্র, ১৪৩০ - ২৯ মার্চ, ২০২৪ - 29 March, 2024
amader protidin

পীরগঞ্জে ফেব্রুয়ারীতে কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা

আমাদের প্রতিদিন
1 year ago
214


নিজস্ব প্রতিবেদক:

প্রতি বছরের ন্যায় এবারো ফেব্রুয়ারী মাসের ৫, ৬ , ৭ তারিখ রবি ,সোম ও মঙ্গলবার রংপুর জেলার পীরগঞ্জে বজ্রকথা সংবাদপত্রের উদ্যোগে এবং এফসাকল সংস্থার আয়োজনে ৩দিন ব্যাপী “দক্ষিণ এশিয়ার  সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সম্মেলন, গুণীজন সংবর্ধনা  ও সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আয়োজনক কমিটি জানিয়েছে, এবারের মুল অনুষ্ঠান হবে উপজেলার চতরা ইউনিয়নের নীল দরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় সংসদের স্পীকার ও রংপুর-৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করবেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, অনুষ্ঠানের প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  টি.এম.এ মমিন। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত থাকবেন, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়, অঞ্জলিকা সম্পাদক কবি দিলরুবা শাহাদৎ, পীরগঞ্জ পৌরসভার মেয়র আবু ছালেহ মোঃ তাজিমুল ইসলাম শামিম, বজ্রকথা উপদেষ্টা অধ্যক্ষ খলিলুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ভারতের মেঘালয় রাজ্রের বিশিষ্ট সাহিত্যিক ড. স্ট্রিমলেট ডাকার, আসামের জ্ঞান বাহাদুর ছেত্রী-আন্তরাষ্ট্রীয় খ্যাতিমান লেখক তেজপুর আসাম (ভারত), তারা বাহাদুর বুরাথোকী বিশিষ্ঠ সাহিত্যিক খাদবারী, নেপাল,টংক কোঁবর বিশিষ্ঠ লেখক কাবরি আংলং আসাম, ভারত, ললিত লোহার বিশিষ্ঠ সাহিত্যিক সিকিম- ভারত। মোঃ হাফিজুর রহমান বিশিষ্ঠ সংগঠক,পশ্চিমবঙ্গ-ভারত।

প্রতি বছরের মত এবারো অনুষ্ঠান সূচীতে থাকছে, সকল সম্প্রদায়ের মানুষদের নিয়ে সম্প্রীতির উঠোন সভা, গুণীজন সন্মাননা, কবি সমাবেশ, সাহিত্য সভা, সেমিনার, শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য এবছর ৪০ গুণীজনকে সন্মাননা প্রদান করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়