রংপুর চার দিন ব্যাপি নাট্যোৎসবের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
রংপুর নাট্যচক্রের ৩৪ তম বর্ষপূর্তি উপলক্ষে চার দিন ব্যাপি নাট্যোৎসব এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে নগরীর শিল্পকলা একাডেমিতে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই নাট্যোৎসব আগামী ২০ জানুয়ারি পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর নাট্যচক্রের সাধারণ সম্পাদক জাভেদ হাসানের সঞ্চালনায় এবং সভাপতি খন্দকার আব্দুল মজিদ হিরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু।