৮ আশ্বিন, ১৪৩০ - ২৩ সেপ্টেম্বর, ২০২৩ - 23 September, 2023
amader protidin

কাউনিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

আমাদের প্রতিদিন
8 months ago
85


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় মোফাজ্জল মন্ডল নামে এক ব্যক্তিকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জানুয়ারি) বিকেলে মোফাজ্জল মন্ডলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোফাজ্জল উপজেলার বালাপাড়া ইউনিয়নের ঢুষমারা চরের মৃত হযরত আলীর ছেলে। এর আগে শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে  চর ঢুষমারা গ্ৰামে ধর্ষণের এ ঘটনা ঘটে।

মামলা ও থানা পুলিশ জানায়, শুক্রবার শিশু মেয়েটিকে বাড়িতে একা রেখে মাঠে খেতে কৃষি শ্রমিকের কাজে যায় শিশুটির মা।  বিকেলে মেয়েটি মায়ের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এসময় রাস্তায় মেয়েটিকে একা পেয়ে জোর পূর্বক তাকে মরিচ খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে মোফাজ্জল মন্ডল। মেয়েটির  চিৎকারে মরিচ ক্ষেতের পাশে থাকা  দুই মহিলা এসে ধর্ষনের ঘটনা দেখতে পায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মোফাজ্জল মন্ডল পালিয়ে যায়।  ধর্ষনের সময় ধস্তাধস্তিতে শিশু মেয়েটির ডান হাতের হাঁড় ভেঙ্গে যায়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, এ ব্যাপারে শুক্রবার রাতে মেয়েটির মা বাদী হয়ে মোফাজ্জল মন্ডলকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই  রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মোফাজ্জল মন্ডলকে আটক করে পুলিশ।  ওসি আরও বলেন, শিশু মেয়েটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়