১১ বৈশাখ, ১৪৩১ - ২৪ এপ্রিল, ২০২৪ - 24 April, 2024
amader protidin

রংপুরে নানা আয়োজনে বিশ্ব হাতের লেখা দিবস পালিত

আমাদের প্রতিদিন
1 year ago
286


নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব হাতের লেখার অঙ্গিকার, “সবার হাতের লেখা হোক সুন্দর, দ্রুত ও পরিস্কার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে রংপুরে পালিত হয়েছে বিশ্ব হাতের লেখা দিবস। সোমবার (২৩ জানুয়ারী) দিবসটি উপলক্ষে বিভাগীয় পর্যায়ে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করেন অংকন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্র রংপুর। ঘন্টাব্যাপী বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে নগরীর মুনসি পাড়ায় অবস্থিত সুজন্স একাডেমীক কেয়ার এর সামনে সুন্দর লেখার গুরুত্ব ও মর্যাদা তুলে ধরতে মানববন্ধ তুলে ধরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংকন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্র রংপুরের পরিচালক আবু মোহাম্মদ রিয়াজ মাহমুদ সুজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক মাকসুদা আক্তার তৃষা, সুস্মিতা রঞ্জন সাহা, ইমরানা সাদিয়া বতুল, জান্নাতুল নীড়া, ইসরাত জাহান ও ইমাম হোসেন। এছাড়াও অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এ এইচ এম কামরুজ্জামান, সাইফুল ইসলাম, মিনহাজ মাহমুদ নিয়াজ, জেরিন ফেরদৌসি জেবা, লিজা পারভীন, জান্নাতুল ফেরদৌস, ঝর্ণা আক্তার। এসময় সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আবু মোহাম্মদ রিয়াজ মাহমুদ সুজন জানান, শিক্ষার্থীদের এখন হাতের লেখা বেশি সুন্দর না, অথচ একসময় হাতের লেখা সুন্দর হলে উত্তর পত্রে ভালো নম্বর পাওয়া যেত। শিক্ষার্থীদের হাতের লেখা অবশ্যই সুন্দর হওয়া দরকার। আর হাতের লেখা সুন্দর করতে কিছু নিয়মের মধ্যদিয়ে লেখা লিখলেই সেই লেখা সুন্দর হবে।

সর্বশেষ

জনপ্রিয়