১০ বৈশাখ, ১৪৩১ - ২৩ এপ্রিল, ২০২৪ - 23 April, 2024
amader protidin

পীরগাছার বিনামুল্যে মোবাইল থেরাপি ক্যাম্প উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

আমাদের প্রতিদিন
1 year ago
277


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় দুইদিন ব্যাপী বিনামুল্যে মোবাইল থেরাপি ক্যাম্পেইনের উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বকসীর দীঘি বাজারে এই ক্যাম্পের উদ্বোধন করেন রংপুরের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তাপস কুমার বর্ম্মা ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এনামুল হক।

উপজেলা প্রশাসন ও  জাতীয় প্রতিবন্ধী সেবা ও সাহায্যে কেন্দ্র রংপুরের আয়োজনে এবং দেবী চৌধুরাণী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সহযোগিতায় ফ্রি চিকিৎসা ক্যাম্পের প্রথম দিন শতাধিক নারী-পুরুষ ও প্রতিবন্ধী রোগীকে চিকিৎসা প্রদান এবং ৫০ জন রোগীকে থেরাপি প্রদান করা হয়। এসময় দেবী চৌধুরাণী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ মো: শাহেদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম সোহাগ, কৈকুড়ী ইউপি চেয়ারম্যান নুর আলম মিয়া, পীরগাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজরুল ইসলাম, ব্যবসায়ী রিপন মিয়া, চৌধুরাণী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছায়েদা বেগম, সাকে ইউপি সদস্য জহুরুল হক রানা, আওয়ামীলীগ নেতা মোস্তাফিজার রহমান ফারুক, রোজী মীর, মাদ্রাসা শিক্ষক লিয়াকত আলী লেবু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রথম দিনে ঝুঁকিতে থাকা প্রতিবন্ধী ও নারী-পুরুষদের চিকিৎসা প্রদান করেন প্রতিবন্ধী কনসালটেন্ট ডাঃ আশরাফুজ্জামান। এসময় ওই এলাকার ১০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ১০টি হুইল চেয়ার বিতরণ করা হয়।   

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়