৭ বৈশাখ, ১৪৩১ - ২০ এপ্রিল, ২০২৪ - 20 April, 2024
amader protidin

অর্ধবার্ষিকে ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা বেড়েছে ১৮.৫৬ শতাংশ

আমাদের প্রতিদিন
1 year ago
174


ঢাকা অফিস:

পুঁজিবাজারে ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) ও অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২২২) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১৮.৫৬ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে,  কোম্পানিটির চলতি হিসাব বছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.১৩ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২.৬৪ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ০.৪৯ টাকা বা ১৮.৫৬ শতাংশ বেড়েছে।

এদিকে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৯ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১.৮৯ টাকা। এ হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ০.২০ টাকা বা ১০.৫৮ শতাংশ বেড়েছে।

২০২২ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৮৪ টাকায়।

সর্বশেষ

জনপ্রিয়