২৩ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৭ ডিসেম্বর, ২০২৩ - 07 December, 2023
amader protidin

শেষ পর্যন্ত ইউক্রেনকে লিওপার্ড-২ ট্যাঙ্ক দিচ্ছে জার্মানি

আমাদের প্রতিদিন
10 months ago
82


আন্তর্জাতিক ডেস্ক:  

ইউক্রেনকে শেষ পর্যন্ত লিওপার্ড-২ ট্যাঙ্ক দিতে যাচ্ছে জার্মানি। এই ব্যাপারে যুক্তরাষ্ট্র ও জার্মান কর্মকর্তাদের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ইউক্রেন গত বছর থেকেই যুদ্ধের গতি পরিবর্তনের জন্য জার্মানির অত্যাধুনিক লিওপার্ড-২ ট্যাঙ্ক সরবরাহের জন্য জার্মানির কাছে অনুরোধ করে আসছে। কিন্তু জার্মানি শর্ত দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের তৈরি এমওয়ান আব্রামস ট্যাঙ্ক সরবরাহে রাজী থাকে তাহলে তারা লিওপার্ড-২ সরবরাহ করবে। বিষয়টি নিয়ে গত সপ্তাহে ন্যাটোর বৈঠকে কোনো সমঝোতা হয়নি।

জার্মান সংবাদমাধ্যম ডের স্পাইজেল জানিয়েছে, ট্যাঙ্ক সরবরাহ না করায় তীব্র সমালোচনার মুখে ছিলেন চ্যান্সেলর ওলফ স্কলজ। এই সমালোচনার পরিপ্রেক্ষিতে আগের অবস্থান থেকে সরে এসেছেন স্কলজ। শিগগিরই ইউক্রেনকে লিওপার্ড-২ এর এক কোম্পানি ট্যাঙ্ক পাঠানো হবে ইউক্রেনে। তবে এই ব্যাপারে এখনও সরকারি ঘোষণা আসেনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের সরকারি সূত্র জানিয়েছে, আগামী মাসগুলোতে ইউক্রেনকে ৩০টি আব্রামস ট্যাঙ্ক সরবরাহ করবে ওয়াশিংটন। বুধবারই এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে হোয়াইট হাউজ।

সর্বশেষ

জনপ্রিয়