৫ বৈশাখ, ১৪৩১ - ১৯ এপ্রিল, ২০২৪ - 19 April, 2024
amader protidin

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ৮৫ জন ছাত্র-ছাত্রী বিদ্যালয় যেতে পারছেন না

আমাদের প্রতিদিন
1 year ago
168


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

ছাত্র - ছাত্রী বিদ্যালয় যেতে পারছেন না। ঘটনাটি ঘটেছে, মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়ন্থ  রূপসী এলাপমোড় হতে রূপসী সর্দার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হয়ে আখিরাহাট উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় যাওয়ার হিড়িংবন্ড রাস্তায়। অভিযোগ উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের ১শ ৭৫ জন ছাত্র ছাত্রীর মধ্যে ৮৫ জন ছাত্র-ছাত্রী সৌলমারী, ফতেপুর, গাছুয়াপাড়া ও সিদ্দারপাড়া গ্রামের। বর্ষা ও চলতি ইরিবোরো মৌসুমে বর্ষার পানি ও গভীর নলকুপের ড্রেনের পানি ওই রাস্তার ভাঙ্গায় জমাট হয়ে থাকে। এ ব্যাপারে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিউল আলম জানান, প্রায় ১ বছন ধরে এই সমস্যার কধা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান কে জানানোর পরও তিনি কোন ব্যবস্থা নেননি।  ছবিতে আজ ২৫ জানুয়ারি ২০২৩ বুধবার  সকাল ১১ টায় সরেজমিনে এ প্রতিবেদক আব্দুল হালিম, সংশ্লিষ্ট ৮ নং ওয়ার্ড সদস্য এমদাদুল হক, সহ গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মিলেছে এ তথ্য ও চিত্র। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামানের কাছে বারংবার ফেন করলেও ফোন রিসিফ করেননি তিনি।  সমস্যা সমাধানের লক্ষে স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও ইউএনও'র  দু দৃষ্ঠি কামনা করেছেন, শিক্ষক ও ছাত্র-ছাত্রীর অভিভাবক বৃন্দ।  

 

সর্বশেষ

জনপ্রিয়