৫ বৈশাখ, ১৪৩১ - ১৯ এপ্রিল, ২০২৪ - 19 April, 2024
amader protidin

রংপুরের প্রবীণ আলোকচিত্রী ও গীতিকার জেড এ রাজা আর নেই

আমাদের প্রতিদিন
1 year ago
190


নিজস্ব প্রতিবেদক:

চলে গেলেন না ফেরার দেশে রংপুরের প্রবীণ আলোকচিত্রী, গীতিকার ও বেতার ব্যক্তিত্ব জেড এ রাজা। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকাল ৩ টায় বার্ধক্যজনিত কারণে নীলফামারীতে মেয়ের বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন । বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর একমাত্র সন্তান কাশফিহা নাহরিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর রংপুর নগরীর সাতগাড়া মিস্ত্রি পাড়া জামে মসজিদে জানাযা শেষে মুন্সি পাড়া কবরস্থানে দাফন কার্য সম্পুর্ন হবে। জেড এ রাজা আলোকচিত্রী হিসেবে কর্মজীবন শুরু করেন। ষাটের দশক থেকে শুরু করে তিনি বহু বছর ফটো সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। তিনি ছিলেন রংপুরের প্রথম ফটো সাংবাদিক । তৎকালীন ফটোসাংবাদিক আবু তালেব এ তথ্য নিশ্চিত করেন। জেড এ রাজা দেশের জনপ্রিয় সিনে ম্যাগাজিন সাপ্তাহিক চিত্রালীর রংপুর প্রতিনিধি হিসেবে অনেকদিন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন একজন ইতিহাস অনুসন্ধানী মানুষ এবং রংপুরের ইতিহাসের অনেক তথ্য ছিল তাঁর নখদর্পে । জেলা প্রশাসন থেকে জুন ২০০০ খ্রিস্টাব্দে প্রকাশিত রংপুর জেলার ইতিহাস গ্রন্থে রংপুরের সংবাদপত্র ও সাংবাদিক শীর্ষক জেড এ রাজার লেখা একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশিত হয়। জেড এ রাজা একসময় বাংলাদেশ বেতার রংপুরে অনিয়মিত রাইটার হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে তিনি বেতারের জনপ্রিয় ম্যাগাজি অনুষ্ঠান সম্ভার গ্রন্থনাকরেন। তিনি বাংলাদেশ বেতার রংপুরে ১৯৬৭ সালে গীতিকার হন। জেড এ রাজা মূলত বাঙালির মুক্তির চেতনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা ঘোষণা এবং পরবর্তী পরিস্থিতিতে তথা মুক্তির সংগ্রাম শুরুর দিনগুলোতে রংপুরের সোচ্চার সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন। সেই সময় সরগম অর্কেস্ট্রা নামের যে সঙ্গীত ফ্রন্টটি গঠিত হয়েছিল ভাতে জেড এ রাজা যুক্ত ছিলেন। সেই সময় বাংলাদেশের স্বাধীনতা তথা মুক্তির চেতনায় বেশ কিছু উল্লেখযোগ্য গণসঙ্গীত রচিত এবং পরিবেশিত হতো। জেড এ রাজা ১৯৩৭ সালে রংপুর শহরের মুন্সি পাড়ায় জন্ম গ্রহণ করেন। তাঁর স্ত্রীও বেতারের ঘোষক ও গীতিকার ছিলেন। তিনি অনেক আগেই প্রয়াত হয়েছেন। তাঁর একমাত্র কন্যা সন্তান কাশফিহা নাহরিন । তিনি নীলফামারীর মশিউর রহমান কলেজে প্রভাষক হিসেবে কর্মরত।

সর্বশেষ

জনপ্রিয়