১৪ চৈত্র, ১৪৩০ - ২৯ মার্চ, ২০২৪ - 29 March, 2024
amader protidin

শত্রুতার জের কিটনাশক দিয়ে ভুট্টাখেত নষ্ট: থানায় মামলা

আমাদের প্রতিদিন
1 year ago
336


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে পূর্বশত্রুতার জের ধরে প্রায় এক একর ভুট্টা খেতে কীটনাশক স্প্রে করে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার গ্রামে এ ঘটনা ঘটেছে।

সরজমিনে গিয়ে জানা গেছে, বামনকুমার এলাকার মৃত মমিন উদ্দীনের ছেলে বীরমুক্তিযোদ্ধা মো. মাইনউদ্দীনের ভোগদখলীয় প্রায় এক একর জমি একই এলাকার মৃত সমির উদ্দীনের ছেলে আব্দুল সাত্তারের কাছে বর্গা চাষের জন্য দেন। সেই জমিতে ভুট্টা আবাদ করেন বর্গাচাষি সাত্তার। ভুট্টার গাছ বড় হলে তা ভেঙে নষ্ট করে ফেলেন একই এলাকার শশি মোহাম্মদের ছেলে আজগর, সামসুল, আনারুলসহ তার পরিবারের লোকজন।

পরে এ ঘটনায় বীরমুক্তিযোদ্ধা মো. মইন উদ্দীন বাদী হয়ে আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করেন। এতে বিবাদী পক্ষের আসামি সামসুল আলম ও ইয়াসিন আলীকে আটোয়ারী থানা পুলিশ আটক করে আদালতের মাধ্যমে পঞ্চগড় জেল হাজতে প্রেরণ করেন।

এদিকে, বর্গাচাষি সাত্তার নতুন করে ভুট্টা রোপণ করলে ওই আসামি জামিনে এসে পুনরায় কীটনাশক স্প্রে করে ভুট্টা খেত নষ্ট করেন বলে অভিযোগ সূত্রে জানা গেছে। এ ঘটনায় বিবাদী শশি মোহাম্মদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানার সাথে কথা বললে তিনি জানান, এই ঘটনায় ইতিপূর্বে একটি মামলা দায়ের করে এক আসামিকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আবার সে জামিনে এসে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছে বলে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়