১২ বৈশাখ, ১৪৩১ - ২৫ এপ্রিল, ২০২৪ - 25 April, 2024
amader protidin

ইউক্রেন যুদ্ধকে নতুন পর্যায়ে নিয়ে গেল জার্মানি: রাশিয়া

আমাদের প্রতিদিন
1 year ago
298


আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে লিওপার্ড ২ ট্যাঙ্ক সরবরাহের অনুমোদনের জার্মান সরকারের সিদ্ধান্ত ‘অত্যন্ত বিপজ্জনক’ এবং যুদ্ধকে ‘সংঘাতের একটি নতুন স্তরে নিয়ে যাবে’ বলে সতর্ক করেছেন জার্মানিতে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই নেচায়েভ। তিনি বুধবার এক বিবৃতিতে এই সতর্কবার্তা দিয়েছেন।

নেচায়েভ বলেছেন, ‘এই অত্যন্ত বিপজ্জনক সিদ্ধান্তটি যুদ্ধকে  নতুন পর্যায়ে নিয়ে যাবে এবং এফআরজির (জার্মান ফেডারেল রিপাবলিক) যুদ্ধে জড়িত হওয়ার অনিচ্ছা সম্পর্কে দেশটির রাজনীতিবিদদের বক্তব্যের বিপরীতে চলে যাচ্ছে।’

ইউক্রেনকে শেষ পর্যন্ত  বুধবার লিওপার্ড-২ ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। প্রথম ধাপে ১৪টি ট্যাঙ্ক পাঠাবে বার্লিন। এছাড়া তৃতীয় যেসব দেশ লিওপার্ড ট্যাঙ্ক পাঠাতে চাইছে তাদেরও অনুমোদন দিয়েছে জার্মানি।

নেচায়েভ বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, এটি বারবার ঘটছে। আবারও, আমরা দেখতে পাচ্ছি যে তার ঘনিষ্ঠ অংশীদারদের মতোই জার্মানি ইউক্রেনীয় সঙ্কটের কূটনৈতিক সমাধানে আগ্রহী নয়, তাদের হৃদয় স্থায়ী সংঘাত এবং কিয়েভকে আরও বেশি অস্ত্র সরবরাহের সিদ্ধান্তের ওপর স্থির রেখেছে।’

সর্বশেষ

জনপ্রিয়