১৪ চৈত্র, ১৪৩০ - ২৮ মার্চ, ২০২৪ - 28 March, 2024
amader protidin

পীরগঞ্জের রাস্তাঘাট খেয়ে ফেলছে দশ চাকার ড্রাম ট্রাক

আমাদের প্রতিদিন
1 year ago
750


আজাদুল ইসলাম আজাদ পীরগঞ্জ:

রংপুরের পীরগঞ্জে যোগাযোগ ব্যবস্থা খেয়ে ফেলছে ১০ চাকার ভারি যানবাহন ড্রাম ট্রাক । করতোয়া নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন এবং উপজেলার পাকা রাস্তার উপর দিয়ে ৬০ থেকে ৭০ টন বালু নিয়ে ফেলছে বিশ্ব রোডে। ফলে জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলো ফেটে চৌচির খানাখন্দর সৃষ্টি হয়েছে,  ভোগান্তিতে পড়ছে পথচারী এলাকাবাসী।

স্থানীয়রা জানান, উপজেলার করতোয়া নদীর ২ টি স্থান থেকে অবৈধ ভাবে নদীর বালু চর ভেকু দিয়ে কেটে নিয়ে বিশ্ব রোডে ফেলছে কতিপয় প্রভাবশালী ব্যক্তি। তাদের বিরুদ্ধে অভিযোগ দিতে জনসাধারণ ভয় পায়। যে কারনে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারছেনা।

পথচারী ও ভ্যান চালক রবিউল ইসলাম, রুবেল মিয়া, এবং আতিয়ার রহমান বলেন, ভাই আপনারা কি করেন, আর আমাদের কথ কে শুনে। রাত ৮ টার পরে প্রায় ২০ টি ১০ চাকার বড় গাড়ি দাপটের সাথে চলাচল করে। ৬০ থেকে ৭০ টন বালু নিয়ে নিয়ামত ভাবে যাতায়াত করছে, গাড়ির সাউন্ড শুনে ভয় লাগে কখন যেন ভ্যানের সাথে লেগে দেয়। ড্রাইভারের গাড়ি গতি দেখে সন্ধার পরে অটোভ্যান বন্ধ করে বসে থাকতে হয়। অনেক সময় ভ্যানে লোকজন উঠতে চায়না।

চতরা এবং জয়েন্তিপুর নদী এলাকার লোকজন বলছেন , চতরা টোংরার দহ এবং জয়েন্তিপুর করতোয়া নদীর খাস জমি কেটে বিক্রি করছে কতিপয় লোকজন। বালু বোঝাই ট্রাকের চালককে কিছু বলে তারা নেতাকর্মীর পরিচয় দিয়ে থাকেন। যে কারনে তাদেরকে কিছু বলা যায় না। উপজেলার রাস্তাঘাট গুলি কিছু দিন আগে পাকা করা হয়েছে। সেই রাস্তার উপর দিয়ে ভারি যানবাহন চলাচল করছে। এদের কারণে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ছে। (সরকার প্রতিবছর কি একই রাস্তা পাকা করবে) উপজেলার আর বাকি রাস্তাগুলোর কাজ কখন হবে।

এলাকার সচেতন মহল বালু কারবারিদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেয়ার উদ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

সর্বশেষ

জনপ্রিয়