১২ বৈশাখ, ১৪৩১ - ২৬ এপ্রিল, ২০২৪ - 26 April, 2024
amader protidin

৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তুরস্ক-ইরান সীমান্ত, নিহত ৩

আমাদের প্রতিদিন
1 year ago
225


আন্তর্জাতিক ডেস্ক:  

তুরস্ক ও ইরান সীমান্তে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৮ জানুয়ারি) দেশ দুটির সীমান্তবর্তী এলাকায় এ কম্পন অনুভূত হয়। এতে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০০ জন।

রয়টার্স জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো দেশটির পশ্চিম-আজারবাইজান প্রদেশের খোয় শহরের কাছে। ওই শহরেরই বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবার প্রধানের বরাত দিয়ে ইরানের সরকারি বার্তাসংস্থা আইআরএনএ হতাহতের এই সংখ্যা জানিয়েছে।ইরানের জরুরি পরিষেবার একজন কর্মকর্তা রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় তুষারপাত হচ্ছে। সেসব এলাকায় হিমাঙ্কের নিচে তাপমাত্রা এবং কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ কয়েকটি বড় টেকটোনিক প্লেটের সীমানায় ইরানের অবস্থান। আর তাই দেশটিতে প্রায়ই হালকা থেকে মাঝারি মাত্রার, এমনকি শক্তিশালী ভূমিকম্পও আঘাত হেনে থাকে।

সর্বশেষ

জনপ্রিয়