৮ চৈত্র, ১৪২৯ - ২২ মার্চ, ২০২৩ - 22 March, 2023
amader protidin

প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন রসিক মেয়র মোস্তফা

আমাদের প্রতিদিন
1 month ago
123


ঢাকা অফিস:

রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা শপথ নিয়েছেন। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো রংপুর সিটি মেয়রের শপথ নিলেন তিনি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে শপথবাক্য পাঠ করান সরকারপ্রধান শেখ হাসিনা। মোস্তফা ছাড়াও আজ সিটির করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররাও শপথ নিয়েছেন।

গত ২৭ ডিসেম্বরের নির্বাচনে দ্বিতীয়বারের মতো রংপুর সিটির মেয়র নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। এক লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো মেয়র হন তিনি।

নির্বাচনে সরকারদলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়ার চেয়ে এক লাখ ২৪ হাজার ৫৫৯ ভোট বেশি পান তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট। ৩৩ হাজার ৮৮৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) লতিফুর রহমান। আর আওয়ামী লীগের প্রার্থী ডালিয়া পায় ২২ হাজার ৩০৯ ভোট।

সর্বশেষ

জনপ্রিয়