১২ বৈশাখ, ১৪৩১ - ২৫ এপ্রিল, ২০২৪ - 25 April, 2024
amader protidin

হারাগাছে ড্রাম ট্রাকের চাপায় মৃত মুক্তিযোদ্ধার স্ত্রী নিহত

আমাদের প্রতিদিন
1 year ago
314


কাউনিয়া রংপুর প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ার হারাগাছে বালু ভর্তি ড্রাম ট্রাকের চাপায় মৃত বীর মুক্তিযোদ্ধারে বৃদ্ধ স্ত্রীর মৃত্যু হয়েছে।  বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হারাগাছ পৌরসভার বানুপাড়া শহীদ ভাটা এলাকায়  হারাগাছ-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেগম (৫৬) রংপুর সিটি কর্পোরেশনের ৮ নাম্বারের তপধন শহীদ আবাসনের মৃত বীর মুক্তিযোদ্ধা জাহিদুল ইসলামের স্ত্রী রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, সকাল ৭ টার দিকে ওই বৃদ্ধ মহিলা হারাগাছ রংপুর সড়কের দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় হারাগাছ ধুমগাড়া চর থেকে বালু ভর্তি একটি ড্রাম ট্রাক রংপুর শহরে যাওয়ার পথে বানুপাড়া শহীদ ভাটা এলাকায় ওভারটেক করার সময় একটি ট্রাক্টরকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে ফেলে দেয়। এ ঘটনার পর বালু ভর্তি ড্রাম ট্রাকটি রাস্তার পাশে পথচারী ওই মহিলাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ওই মহিলা মারা যায়। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহল হারাগাছ ধুমগড়া  গ্ৰামে ফসলী জমি খনন করে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছে। আর উত্তোলন করা বালু ড্রাম ট্রাক ও ট্টাক্টরে বহন করে রংপুরে  নিয়ে যায়। দিন রাতে  হারাগাছ-রংপুর সড়কে বালূ ভর্তি ড্রাম ট্রাক ও ট্টাক্টর গুলো বেপরোয়া গতিতে চলাচল করায় প্রায় দুর্ঘটনা ঘটে। রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম বলেন,  ট্রাক ও তার চালককে আটক করা যায়নি। তবে  পুলিশ এ বিষয়ে কাজ করছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়