৫ চৈত্র, ১৪৩০ - ১৯ মার্চ, ২০২৪ - 19 March, 2024
amader protidin

শিল্পীর স্বরণে ভাওয়াইয়া গানের আসর ও পিঠা উৎসব

আমাদের প্রতিদিন
1 year ago
629


কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি: 

নীলফামারীর কিশোরগঞ্জে উপমহাদেশের ভাওয়াইয়া গানের কিংবদন্তি প্রয়াত মহেশ চন্দ্র রায়ের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে  আজ বুধবার বিকালে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে বসেছিল ভাওয়াইয়া গানের আসর ও পিঠা উৎসব ।১৯১৯ সালের ১ ফেব্রুয়ারি তিনি

জন্মেছিলেন ব্রিটিশ ভারতের রংপুর জেলার কিশোরগঞ্জের পুঁটিমারী গ্রামে।৭৫ বছর বয়সে ১৯৯৩ সালের ২৯ জানুয়ারি তিনি মারা যান। একটি নান্দনিক কিশোরগঞ্জ গড়ি ও লেডিস ক্লাবের আযোজনে অধ্যাপক আজাহারুল ইসলাম দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ইউ এন ও নুরে আলম সিদ্দিকী, আওয়ামী লীগের  সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল,শিল্পীর নাতি টিকেন্দ্র জিৎ রায় মিরু । এতে বক্তব্য দেন স্থানীয় এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, কবি আব্দুল মান্নান প্রমূখ।কিংবদন্তি প্রয়াত মহেশ চন্দ্র রায়ের নাতি টিকেন্দ্র জিৎ রায় মিরু জানান তাকে স্মরণীয় করে রাখতে তাঁর রচিত গান নিয়ে নীলফামারী শিল্পকলা একাডেমী ১৯৯৩ সালের ২ সেপ্টেম্বরধীরে বোলাও গাড়ী (প্রথম খন্ড) , ২০০৩ সালে বাংলা একাডেমি ‘মহেশ চন্দ্র রায়ের গান এবং ২০১০ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ‘ভাওয়াইয়া শিল্পী মহেশ চন্দ্র রায় জীবন ও গান নামে পৃথকভাবে তিনটি গানের বই প্রকাশ করে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিষয়ে পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করা হয় শিল্পীর গান ও জীবনী।  

সর্বশেষ

জনপ্রিয়