১৩ চৈত্র, ১৪২৯ - ২৭ মার্চ, ২০২৩ - 27 March, 2023
amader protidin

রংপুর মহানগরীর খটখটিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 month ago
163


নিজস্ব প্রতিবেদক:

রংপুর মহানগরীর খটখটিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার খটখটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। খটখটিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আফছারুল ইসলাম খট্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোখলেছুর রহমান তরু।

খটখটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতোয়ার রহমান মন্ডলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খটখটিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আসাদুজ্জামান দুলাল, শরিফুল আলম ও আতাউর রহমান তুহিনসহ অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।  

সর্বশেষ

জনপ্রিয়