৮ চৈত্র, ১৪২৯ - ২৩ মার্চ, ২০২৩ - 23 March, 2023
amader protidin

গঙ্গাচড়ায় গৃহবধূ রোকসানা আত্মহত্যার প্ররোচনা মামলার ৬ আসামী আটক

আমাদের প্রতিদিন
3 weeks ago
56


নির্মল রায়,গঙ্গাচড়া (রংপুর):

রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূ রোকসানা আত্মহত্যা প্ররোচনা মামলার ৬ আসামী আটক হয়েছে।

৬ আসামীর মধ্যে আত্মগোপনে থাকা ৩ জনকে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ  গত বুধবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ী থেকে আটক করে। একই দিন ৩ জন আসামী  রংপুর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।

প্রসঙ্গত, উপজেলার বেতগাড়ী ইউনিয়নের চারআনী শেরপুর গ্রামের তফেল উদ্দিনের মেয়ে রোকসানা বেগমের সাথে ১৮ বছর আগে গঙ্গাচড়া সদর ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের আলমগীর হোসেনের বড় ছেলে শামসুজ্জামান বাবুর (৩৯)  বিয়ে হয়।

রোকসানার  পরিবারের অভিযোগ বাবু

গত ১৪ ফেব্রুয়ারী রিংকি নামের এক মেয়েকে বিয়ে করে। বিষয়টি নিয়ে রোকসানা প্রতিবাদ করলে  বাবু ও তার পরিবারের লোকজন ১৫ ফেব্রুয়ারী রোকসানাকে বেদম  মারপিট করে। একপর্যায়ে যখন রোকসানা  জ্ঞান হারিয়ে ফেলে, তখন বাবু বিষ খাইয়ে দেয় ।

এঘটনায় ১৬ ফেব্রুয়ারী আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে নিহত রোকসানা বেগমের বাবা তফেল উদ্দিন বাদী হয়ে শামসুজ্জামান বাবুসহ ৬ জনকে আসামী করে গঙ্গাচড়া মডেল থানায় মামলা দায়ের করেন।

এবিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন শুক্রবার সকালে এ প্রতিবেদককে  জানান, ঢাকার যাত্রাবাড়ীতে আটক মামলার প্রধান আসামী শামসুজ্জামান বাবুসহ ৩ জনকে বৃহস্পতিবার রাতে থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়