১২ চৈত্র, ১৪২৯ - ২৬ মার্চ, ২০২৩ - 26 March, 2023
amader protidin

মিঠাপুকুরে হাতকড়া নিয়ে মাদক ব্যবসায়ি পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য ক্লোজড

আমাদের প্রতিদিন
1 month ago
101


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

মিঠাপুকুরে হাতকড়াসহ মাদক ব্যবসায়ি উধাও এবং হাতকড়া ফেরৎ দিতে এসে ছোট ভাই গ্রেফতার হওয়াকে কেন্দ্র করে  দুই পুলিশ সদস্য ক্লোজড হয়েছে। বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্র হতে তাদেরকে রংপুর পুলিশ লাইনে তুলে নেওয়া হয়েছে। তারা হলেন- বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ইউনুস আলী ও সহকারী উপ-পরিদর্শক রবিউল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিব হোসেন।

ক্লোজড সহকারী উপ-পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম জানান, আমি সেদিন ডিউটি অফিসার  ছিলাম ইনচার্জের নির্দেশনা অনুযায়ী আমরা যখন অভিযানে  যেয়ে দেখি এসআই মিন্টু এবং এএসআই আমজাদ ঘটনাস্থলে আগে থেকেই উপস্থিত ছিলেন। পাঁচজন মিলে অভিযান পরিচালনা করলেও আমাদের দুইজনকে ক্লোজড করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়