১৩ চৈত্র, ১৪২৯ - ২৭ মার্চ, ২০২৩ - 27 March, 2023
amader protidin

বর্তমান সরকার মেঘা প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন:মাহমুদ হাসান রিপন, এমপি

আমাদের প্রতিদিন
1 month ago
53


সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ

প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি উপজেলায় মেঘা প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। বর্তমান সরকার দেশের যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন । এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানান। স্মার্ট লাইফ স্টক স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে এবং প্রাণি সম্পদ এল ডি ডি পির সহযোগিতায় গত শনিবার উপজেলা প্রাণী সম্পদ চত্তরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে মাহমুদ হাসান রিপন এমপি এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রেবা বেগম প্রমুখ। এ সময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও উপজেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এমপি মাহমুদ হাসান রিপন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।   

 

সর্বশেষ

জনপ্রিয়