১৪ চৈত্র, ১৪৩০ - ২৯ মার্চ, ২০২৪ - 29 March, 2024
amader protidin

হাতীবান্ধায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

আমাদের প্রতিদিন
1 year ago
210


হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:

“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারা দেশের ন্যায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত। উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন এর সভাপতিত্বে প্রানী সম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রদর্শনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, প্রাণীসম্পদ অফিসার ডা: সাইদুর রহমান, অফিসার ইনচার্জ শাহা আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী রাসেল মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরল হক প্রমুখ।

মেলায় প্রাণিসম্পদ সেবা নিশ্চিতে ৫০টি স্টলের মাধ্যমে বিভিন্ন খামরিসহ একক গাভী পালনকারীদের বিভিন্ন সেবা কোথায় কি ভাবে পাওয়া যাবে সে বিষয়ে ধারনা প্রদান করা হয়।

প্রদর্শনী দিনব্যাপী হলেও সেবা কার্যক্রম চলবে সপ্তাহব্যাপী। প্রদর্শনীতে উপজেলার শতাধিক গবাদি পশু ও বিভিন্ন প্রজাতের পাখি প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে শ্রেষ্ঠ খামারিকে পুরস্কৃত করা হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়