৭ বৈশাখ, ১৪৩১ - ২০ এপ্রিল, ২০২৪ - 20 April, 2024
amader protidin

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে গঙ্গাচড়ায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 year ago
221


নির্মল রায়,গঙ্গাচড়া (রংপুর):

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে রংপুরের গঙ্গাচড়ায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ গঙ্গাচড়া উপজেলা শাখা  শনিবার বিকেলে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার আহবায়ক এ.কে.এম ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল,আলহাজ্ব জয়নাল আবেদীন, এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু। গঙ্গাচড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সভাপতি দেবদাস বর্মন, শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক জমিদার রহমান টাইগার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ছাত্র লীগের সাধারণ সম্পাদক জিএম শাহজালালসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

বক্তারা বলেন একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়।

তাই জামাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকতে হবে। বক্তারা আরও  বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে।  সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না। এ দেশে আর কখনো সংবিধান বহির্ভূত ভাবে নির্বাচন হবেনা। তাই বাংলার মানুষ স্বাধীনতা বিরোধী কাউকে আর কখনো ক্ষমতায় নিয়ে আসবেনা। তাই দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিক ভাবে উচিত জবাব দেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়