১৩ চৈত্র, ১৪২৯ - ২৭ মার্চ, ২০২৩ - 27 March, 2023
amader protidin

নাগেশ্বরীতে প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 month ago
70


নুর ইসলাম, নাগেশ্বরী (কুড়িগ্রাম):  

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সকল খামারীদের অংশগ্রহণে প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরেনারী হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এরডিডিপি)-এর সহযোগিতায় শনিবার উপজেলা পরিষদ মুক্তমঞ্চ চত্বরে দিনব্যাপী এই প্রদশনী আনুষ্ঠিত হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর। পরে প্রদর্শনীর সকল স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহানের সভাপতিত্বে এবং প্রাণি সম্পদ সম্প্রসারণ অফিসার কোকিল চন্দ্র বিশ্বাসের সঞ্চালণায় অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম, উপজেলা প্রাণি সম্পদ অফিসার শাহিদুল ইসলাম, মৎস্য অফিসার শাহাদত হোসেন, থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু প্রমুখ।  

সর্বশেষ

জনপ্রিয়