১২ চৈত্র, ১৪২৯ - ২৬ মার্চ, ২০২৩ - 26 March, 2023
amader protidin

কুড়িগ্রামে দিনব্যাপী কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
3 weeks ago
37


কুড়িগ্রাম প্রতিনিধি:  

কুড়িগ্রামে দিনব্যাপী কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা কৃষি ঋণ কমিটির সহযোগিতায় কুড়িগ্রাম স্বাধীনতার বিজয়স্তম্ভে ১৯টি সরকারি ও বেসরকারি ব্যাংক স্টল সাজিয়ে প্রদর্শনীতে অংশগ্রহন করে। এসময় বিভিন্ন ব্যাংক থেকে ১৫৬জন সুবিধাভোগীকে ১ কোটি ৩১লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়।পরে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পৌর মেয়র কাজিউল ইসলাম, অগ্রণী ব্যাংক লিমিটেড কুড়িগ্রাম অঞ্চলের সহকারি মহাব্যবস্থাপক বায়েজিত মো. আশরাফুজ্জামান, সোনালী ব্যাংক কুড়িগ্রাম শাখার এজিএম মো. লুৎফুল হোসেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ব্যবস্থাপক মো. রুহুল আমিন, জনতা ব্যাংক লিমিটেড’র এরিয়া ইনচার্জ এ কে এম শামসুল আলম, ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মো. ফুলজার হোসেন প্রমুখ।

 

সর্বশেষ

জনপ্রিয়