১৫ অগ্রহায়ণ, ১৪৩০ - ৩০ নভেম্বর, ২০২৩ - 30 November, 2023
amader protidin

গঙ্গাচড়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
9 months ago
173


গঙ্গাচড়া( রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গাঁ এমপি।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, সহকারী কমিশনার(ভূমি) নয়ন কুমার সাহা,গঙ্গাচড়া  মডেল থানার ওসি দুলাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস, গজঘণ্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, উপজেলা আ’লীগের সহ সভাপতি আবুল হোসেন ফটিক, বাংলাদেশ প্রেস ক্লাব গঙ্গাচড়ার সভাপতি সুজন আহম্মেদ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম , এমপির প্রতিনিধি ও জেলা পরিষদের ১ নং ওর্য়াডের  সদস্য মমিনুর ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার প্রতিটি বাজারে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা, বাজারগুলোর রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উপজেলা বাজারের যানজট দুরিকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা বিষয়ে সিদ্ধান্ত নেয়া ছাড়াও অবৈধ বালু উত্তোলন বন্ধ ও উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থতি নিয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়