শাহ গরীবুল্যাহ্ বিদ্যালয়ের নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লালমনিরহাট হাতীবান্ধা প্রতিনিধি:
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ গরীবুল্যাহ্ মাধ্যমিক বিদ্যালয়ের নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার ১ মার্চ) নিজ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারণ ও শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী রংপুর বিভাগ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমজাদ হোসেন তাজু, সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন,হাতীবান্ধা এসএস সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান জুয়েল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি রশিদা বেগম, জেলা পরিষদের সাবেক সদস্য মর্জিনা বেগম, স্কুল প্রধান শিক্ষক তবিবার রহমান,হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন,সাংবাদিক আসাদুজ্জামান সাজু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।