৬ বৈশাখ, ১৪৩১ - ১৯ এপ্রিল, ২০২৪ - 19 April, 2024
amader protidin

চিলমারীতে পাচঁদিন ব্যাপী পণ্ডিত বইমেলার শুভ উদ্বোধন

আমাদের প্রতিদিন
1 year ago
137


চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে ৫দিন ব্যাপী পণ্ডিত বই মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সকাল ১১টার দিকে পন্ডিত বই মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন, লেখক, অনুবাদক ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। পন্ডিত বইমেলা উদযাপন পর্ষদের আয়োজনে চিলমারী এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে, এই বই মেলা চলবে পাচঁ দিনব্যাপী। এ সময় অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, প্রত্যেক মানুষের আলাদা আলাদা ব্যক্তি স্বার্থ আছে। কিন্তু সেই ব্যক্তি স্বার্থ দেশের জন্য, সবার জন্য  ছড়িয়ে দিতে পারলে দেশের মঙ্গল হবে। একজন সঠিক শিক্ষায় শিক্ষিত মানুষ তার  ব্যক্তি স্বার্থ জনস্বার্থে বিলিয়ে দিতে পারে। চিলমারীতে পঞ্চম পণ্ডিত বইমেলা সেই

সঠিক শিক্ষার দ্বার উন্মোচনে কাজ করে যাচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ

রুকুনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ সফি খান, উলিপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মতি শিউলী, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল বারী সরকার, চিলমারি প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু। পাঁচদিন ব্যাপী পন্ডিত বইমেলায় বিভিন্ন প্রকাশনী, বেসরকারি উদ্যোগে তৈরি

পাঠাগার ও বিভিন্ন সামাজিক সংগঠনের ২০ টি স্টল বসেছেন। বই মেলার সমাপনি দিনে পরিচালক খন্দকার সুমনের 'সাঁতাও' সিনেমা প্রদর্শন করা হবে বলে জানান তিনি, পন্ডিত বইমেলা উদযাপন পর্ষদের আহবায়ক মোঃ নাহিদ হাসান নলেজ।

সর্বশেষ

জনপ্রিয়