রংপুরে অগ্নিঝড়া মার্চের শুরুতেই জাতির সূর্য সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন

মহানগর প্রতিবেদক:
অগ্নিঝড়া মার্চের শুরুতেই জাতির সূর্য সন্তানদের স্মৃতির প্রতি রংপুর বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষে হতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ বুধবার রংপুর সদর উপজেলার লাহিড়ীরহাট বদ্যভূমিতে ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় রংপুর বিভাগীয় প্রশাসনের পক্ষে লাহিড়ীরহাট বদ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম, জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, সদর উপজেলা প্রশাসনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নির্বাহী অফিসার মোছা: নুর নাহার বেগম। এসময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।