জেলা পরিষদের চেয়ারম্যান বাবলুকে শালবন এলাকাবাসীর সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
রংপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু ও রংপুর সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুন্নবী ফুলুকে সংবর্ধনা দিয়েছে শালবন এলাকাবাসী।
আজ বুধবার বিকেলে নগরীর সিক্স সিজেন্স মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে শালবন জালালিয়া জামে মসজিদ কমিটির সভাপতি এমদাদুল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসংগঠক রশীদ মোঃ জুলফিকার দুলাল, মহানগর আওয়ামীলীগের আহবায়ক সদস্য মোয়াজ্জেম হোসেন লাবলু, সমাজসেবক মনজুল হক প্রধান। এসময় অধ্যাপক মাজেদ আলী বাবুল রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নির্বাচিত হওয়ায় তাকেও সংবর্ধনা প্রদান করা হয় শালবন এলাকাবাসীর পক্ষ থেকে।