১৩ চৈত্র, ১৪২৯ - ২৭ মার্চ, ২০২৩ - 27 March, 2023
amader protidin

রংপুরে চিকলি পার্কে অসামাজিক কাজের অভিযোগ, অভিযান চালালেন ম্যাজিস্ট্রেট

আমাদের প্রতিদিন
3 weeks ago
90


নিজস্ব প্রতিবেদক:

রংপুর নগরীতে পার্কের ঝুপরি ঘরে প্রেমের নামে অসামাজিক কাজের অভিযোগ উঠেছে। এমন অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে ম্যাজিস্ট্রেট। অভিযানের সময় ঘর গুলো ভেঙ্গে কপোত-কপোতী ও মালিককে সর্তক করা হয়।

আজ বুধবার দুপুরে রংপুর নগরীর হনুমানতলা এলাকায় চিকলী বিল পার্কে এ ঘটনা ঘটে। রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ওই অভিযানের নেতৃত্ব দেন।

অভিযানে গিয়ে দেখা যায়, রংপুর নগরীর চিকলীবিল পার্কে ছোট ছোট ঝুপরি ঘর। প্রত্যেকটি ঘরে দেখা যায়, স্কুল কলেজ ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা প্রেমে নিরিবিলি সময় কাটাচ্ছেন। এমন সময় বেরসিক ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে এখানে কি করছেন প্রশ্ন করতেই প্রেমিক যুগল জানালেন, তারা জীব বিজ্ঞানের ক্লাস করছেন। একই কলেজে পড়েন তারা। একে অপরের বন্ধু হয়। পরে ম্যাজিস্ট্রেট সতর্ক করে, তাদের পাঠিয়ে দেন বাড়িতে। এমন করে অনেকগুলো প্রেমিক যুগলকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে অস্থায়ী ভিত্তিতে তৈরি করা ঝুপরি ঘরগুলো ভেঙে দেওয়া হয় এবং অস্থায়ী ভিত্তিতে ঝুপরি ঘরের মালিকদের সতর্ক করে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা । তিনি বলেছেন, রংপুর সিটির মধ্যে বিনোদন পার্ক চিকলী বিল পার্ক। এই পার্কে ঝুপরি ঘর নিয়ে অনেক অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে কয়েক দফা অভিযান পরিচালনায় এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আমরা চাই সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি হউক। সব বয়সের মানুষ বিনোদনের জন্য চিকলী পার্কে আসুক। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বশেষ

জনপ্রিয়