১৫ অগ্রহায়ণ, ১৪৩০ - ৩০ নভেম্বর, ২০২৩ - 30 November, 2023
amader protidin

ডোমারে ৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

আমাদের প্রতিদিন
8 months ago
205


ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ

"ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় নীলফামারীর ডোমারে ৫ম জাতীয় ভোটার দিবস ২০২৩ ইং পালিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ মার্চ) সকাল সাড়ে দশটায় ৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পূবন আখতার। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম।

উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিসুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম মধু, ফায়ার সার্ভিস ইন্সপেক্টর সৈয়দ মোঃ ইমরান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত রাকিবুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল বাছেদ, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, সুধীজনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, আপনাদের যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তারা সকলেই ভোটার হয়ে যোগ্য ব্যক্তিকে ভোটাধিকার প্রয়োগ করবেন। পাশাপাশি রোহিঙ্গারা যেন কোন ভাবেই আমাদের দেশের নাগরিকত্ব লাভ করতে না পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। আর ভোটাধিকার প্রয়োগে আমরা যদি যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারি তাহলেই আমাদের দেশ উন্নত রাষ্ট্রে পরিনত হবে।

সর্বশেষ

জনপ্রিয়