১৩ চৈত্র, ১৪২৯ - ২৭ মার্চ, ২০২৩ - 27 March, 2023
amader protidin

ঘোড়াঘাটে ৪ টি দোকান পুড়ে ছাই

আমাদের প্রতিদিন
3 weeks ago
71


ঘোড়াঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট রাণীগঞ্জ বাজার এলাকার মন্দির মার্কেটে আগুনে ৪টি দোকান পুড়ে গেছে। বুধবার (১মার্চ) রাত সাড়ে ১১টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫/৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

অগ্নিকান্ডে একটি হার্ডওয়ার, একটি মৎস খাদ্য ভান্ডার, মোটরসাইকেল মেরামত এবং একটি মোবাইল মেরামতের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় সাড়ে ১১টার দিকে দোকানের মধ্যে আগুন জ্বলতে দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের লিডার জিয়াউর রহমান আগুন লাগার সূত্রপাত নিশ্চিত হতে না পারলেও ধারণা থেকে জানান, সম্ভবত মোটরসাইকেল মেরামতের দোকানে রাখা দাহ্য কোন পদার্থ অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এতে তিন লাখ টাকার ক্ষতি ও ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। 

 

সর্বশেষ

জনপ্রিয়