১৪ চৈত্র, ১৪৩০ - ২৯ মার্চ, ২০২৪ - 29 March, 2024
amader protidin

ডিমলায় জাতীয় ভোটার দিবস পালন

আমাদের প্রতিদিন
1 year ago
251


ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় সারা দেশের ন্যায় জাতীয় ভোটার দিবস পালন করা হয়। “ভোটার হব নিয়ম মেনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২ মার্চ)  সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোছাঃ মাহবুবা আক্তার বানু। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান  বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইচ চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সেকেন্দার আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু সহ সরকারী বেসরকারী কর্মকর্তা প্রমুখ। এসময় উপজেলা নির্বাচন অফিসার মোছাঃ মাহবুবা আক্তার বানু বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকে সাংবিধানিক অধিকার । নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহন করে থাকে। তাই যোগ্যতা সম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে এবং ভোট দিতে হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়