১৩ চৈত্র, ১৪২৯ - ২৭ মার্চ, ২০২৩ - 27 March, 2023
amader protidin

উলিপুরে ভাওয়াইয়া একাডেমির বসন্ত উৎসব ও ভাওয়াইয়া স্মারক প্রদান

আমাদের প্রতিদিন
3 weeks ago
169


বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধি:

‘নাগিলেক বসন্ত বাও, কোকিল করে রে পঞ্চ রাও..’ শ্লোগানে মুখরিত হয়ে কুড়িগ্রামের উলিপুরে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ৩ মার্চ শুক্রবার বিকেলে উলিপুরের আব্বাসউদ্দীন মঞ্চে আলোচনা সভা ও ভাওয়াইয়া আসরের আয়োজন করে কুড়িগ্রামের বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি। এতে বাংলাদেশ ও ভারতের চার গুণিজনকে ভাওয়াইয়াস্মারক ২০২৩ প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন উলিপুরের দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ। ভাওয়াইয়াস্মারক প্রাপ্ত গুণিজনরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও সাবেক ডিন ড. দীপক কুমার রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাখন চন্দ্র রায়, ভাওয়াইয়া গবেষক আশরাফুজ্জামান বাবু এবং ভারতের পশ্চিমবঙ্গের আকাশবাণী ও দূরদর্শনের বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী চৈতন্য দেব রায়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির পরিচালক ভূপতি ভূষণ বর্মা, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোক বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. এরশাদুল হক প্রমুখ। ভাওয়াইয়া আসরে সংগীত পরিবেশন করেন সুরভী রানী রায় এবং পশ্চিমবঙ্গের বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী রাম কুমার বর্মন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ভাওয়াইয়া গীতিকার ও লেখক তৌহিদ উল ইসলাম।

সর্বশেষ

জনপ্রিয়